ইউনিয়নের সীমানা: উত্তরে আটগ্রাম বাজার, দক্ষিণে মানিকপুর ইউনিয়ন, পূর্বে- মানিকপুর ইউনিয়ন, পশ্চিমে বিরশ্রী ইউনিয়ন অবস্থিত।
স্থাপন কাল: ১৯৫৯-৬০খ্রি.
যোগাযোগ ব্যবস্থা: সিলেট হতে আটগ্রাম, জকিগঞ্জ রাস্তা দিয়ে গাড়ী যোগে ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদে আসা যায়। জেলা প্রশাসন হতে আটগ্রাম বায়া ৩নং কাজলসার ইউনিয়ন ইউনিয়ন পরিষদের দূরত্ব ৭২ কি:মি। শেওলা বায়া রতনগঞ্জ রাস্তা দিয়ে ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের দূরত্ব দিয়ে ৭০ কি:মি। জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উত্তর পাশ্র্বে রতনগঞ্জ বায়া গোটারগ্রাম চৌধুরী বাজারস্থিত ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদটি অবস্থিত। উপজেলা প্রশাসন হতে গাড়ী, রিক্সা ও সিএনজি যোগে যাওয়া আসা করা যায় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS